চাষের জমি থেকে নিখোঁজ এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

0
240

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায় মৃত বৃদ্ধার নাম ফকির মন্ডল, বয়স আনুমানিক ৮৮ বছর। বাড়ি শান্তিপুর ২৩ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় মানিকনগর পড়া এলাকায়। পরিবারের দাবি, গতকাল সকালে চাষের জমিতে দিনমজুরের কাজে যায় বৃদ্ধা, বিকেল গড়িয়ে গেলেও আর বাড়িতে ফেরেনি। এরপর খোঁজাখুঁজি শুরু করে পরিবার, যদিও গতকাল রাতে একটি নিখোঁজের ডায়েরী করা হয় থানায়। আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর ব্লকের সাহেব ডাঙ্গার একটি চাষের জমিতে অন্যান্য দিনমজুরেরা কাজ করছিল। তখনই পচা দুর্গন্ধ পাওয়ায় গিয়ে দেখে এক বৃদ্ধা পড়ে রয়েছে, সাথে সাথেই খবর পায় পরিবার। পরিবার ঘটনাস্থলে গিয়ে সনাক্তকরণ করে ওই বৃদ্ধা ফকির মণ্ডল। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের প্রাথমিক অনুমান তীব্র দাবদহে চাষের জমিতে কাজ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বৃদ্ধার। তবে অন্য কোন রহস্য খুঁজে পাচ্ছেনা তারা। মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলশ। এই ঘটনায় শোকাহত পরিবারসহ এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here