নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে প্রতিবাদ সভা।

0
187

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের লক্ষ্যে, সমস্থ শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ, পাঠ্যসূচি সহ শিক্ষা ব্যবস্থার উপর কেন্দ্র ও রাজ্য সরকারের আক্রমণের প্রতিবাদে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি নদীয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমায় সমস্ত জোনাল কমিটির যৌথ উদ্যোগে মদনপুর ইন্দিরা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রথমে গণ সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ “রুদ্রবীণা” ও “অভীক” শাখা।

এরপর এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমরেড নারায়ণ দাস, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নদীয়া জেলা কমিটির সম্পাদক কমরেড অর্চনা বিশ্বাস ও সভাপতি কমরেড তনয় কান্তি রায়।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কৃষিবিজ্ঞানী ডঃ শান্তনু ঝা এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড ধ্রুবশেখর মন্ডল।

সভায় সভাপতিত্ব করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কল্যাণী জোনাল কমিটির সভাপতি কমরেড অম্লান বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here