করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা রেস কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল।

0
139

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা রেস কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। শনিবার রাত ১০টা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনটি খড়্গপুর স্টেশনে ঢোকার কিছুটা আগেই লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয় মাঝের একটি কামরা। তবে ট্রেনটি ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এনিয়ে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। যাত্রীরা জানাচ্ছেন, ট্রেনটি ধীর গতিতেই ছিল। আচমকা ট্রেনটা প্রচণ্ড শব্দ করে হেলে যায়। যদিও হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে রেল। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রাতের মধ্যেই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে লাইনচ্যুত কামরাটিকে ফের লাইনে তোলার চেষ্টা করা। রেলের এক আধিকারিক বলেন, ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হবে। তবে দুর্ঘটনার জেরে খড়গপুর বাঁকুড়া লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ। রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।