প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ২৪ শে অক্টোবর সন্ধ্যায় উদ্বোধন হলো প্রগতিশীল মার্কসবাদী সাহিত্য বিক্রয় কেন্দ্রের।

0
290

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ২৪ শে অক্টোবর সন্ধ্যায় উদ্বোধন হলো প্রগতিশীল মার্কসবাদী সাহিত্য বিক্রয় কেন্দ্রের। আরএসপির উদ্যোগে হওয়া রানাঘাট চৌরঙ্গীতে এই বুক স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতন চন্দ্র দেবনাথ,শফিকুল ইসলাম, অধীর মন্ডলের মত বিশিষ্টজনেরা। মার্কসবাদ এবং লেনিনবাদকে আরো বেশী করে মানুষের কাছে পৌঁছে দিতে আরএসপির এই উদ্যোগ। প্রগতিশীল ও মার্কসবাদী সাহিত্য বিক্রয় কেন্দ্রে প্রায় ৫০০ টির মতো বই আছে সাধারণের মধ্যে বিক্রির জন্য। এ বিষয়ে আরএসপি জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম নেতৃত্ব সুবীর ভৌমিক আমাদের জানান।