উত্তর দিনাজপুর, রাধারানী হালদারঃ- গরুর গাড়ির উপরে মোটরসাইকেল রেখে পেট্রোল-ডিজেলের প্রতিবাদ নামে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল ও পথসভা আয়োজন আই এন টি টি ইউ সি ব্লক তৃণমূল সভাপতি রামদেব সাহানির উদ্যোগে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর দুইনাম্বার ধনকোইল গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে একটি ধিক্কার মিছিল বের করে ডালিমগাঁও বাজার পরিক্রমা ডালিমগাঁও রেলওয়ে স্টেশন সামনে পথসভার মাধ্যমে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বেশ্য, জেলা পরিষদ সদস্যদের ধধি মোহন দেবশর্মা ও মমেনা অহমেদ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, তৃণমূল কংগ্রেসের সম্পাদক বাপ্পা সরকার, তৃণমূলের নেতা সানি বাজাজ, জ্ঞানেন্দ্র নাথ রায়, রাজ মহমদ সহ অন্যান্যরা
গরুর গাড়ির উপরে মোটরসাইকেল রেখে পেট্রোল-ডিজেলের প্রতিবাদ নামে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।












Leave a Reply