জরিবুটি ওষুধ বিক্রি করতে এসে হবিবপুর থানার হাতে তিন মহিলা।

0
329

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– জরিবুটি ওষুধ বিক্রি করতে এসে হবিবপুর থানার হাতে তিন মহিলা, হবিবপুর অন্তগত আইহো অঞ্চলের যাদবনগর এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় দুই হাজার টাকা হাতানোর অভিযোগ শনিবার দুপুরে যাদবনগর এলাকায় এক গৃহস্থে বাড়িতে মা মনসার পুজো নামে সাহায্য চাইতে আসে সাহায্য নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে জরিবুটি ওষুধ বিক্রি করতে থাকে ওই গৃহস্থে বাড়িতে বিভিন্ন ধরনের অসুখ ভালো হবে বাড়ির উন্নতি হবে এইভাবে বলতে থাকে এবং বিভিন্ন ধরনে গাছামো ওষুধ দিতে থাকে ওষুধের বাবদ প্রায় দুই হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই তিন মহিলা।গৃহ বধূ পপিতা হলদার বলেন,ওই তিন মহিলা বাড়ি থেকে বেরিয়া যাওয়ার পরেই মাথা ঘুরে যায়। পরিবারের লোকেরা কি হয়েছে জানতে চাইলে ঘটনা বলার পরেই, অবশেষে গ্রামবাসীরা ওই তিন মহিলার পিছু করে তাদের আইহো স্ট্যান্ডে এসে ধরে ফেলে ওই তিন মহিলাকে তাদের ব্যাগে বিভিন্ন ধরনের গাছামো ওষুধ ও বিষধর সাপ পাওয়া যায় অবশেষে হবিবপুর থানায় খবর দিলে হবিবপুর থানার পুলিশ এসে ওই তিন জন মহিলাকে আটোক করে হবিবপুর থানায় নিয়ে যায়

বাইটঃ- গৃহবধূ পপিতা হালদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here