বাঁকুড়ার বিটেক ইঞ্জিনিয়ার এখন চাওয়ালা ।

0
260

আবদুল হাই, বাঁকুড়াঃ ছোটো বেলা থেকেই সবাই স্বপ্ন দেখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, সবাই ছুটে চলে লক্ষ্য পূরণের উদ্দেশ্য। বাঁকুড়ার বছর তিরিশের যুবক নরেন কর্মকারও সেই স্বপ্নকে পূরন করেছিল, সে একজন বিটেক ইঞ্জিনিয়ার। ডিগ্রি ধারন করে কলকাতায় একটা চাকরিও জুটেছিল বটে কিন্তু কোভিড সব কিছুকে লন্ডভন্ড করে দিয়ে গেলো, তার সংস্থা তাকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করার সমন পাঠায়। বাড়িতে ঘটে গেছে বড়ো একটা দুর্ঘটনা, কেড়ে নিয়েছে তার প্রিয় দুটো মানুষকে তাই বাড়ির একমাত্র ভরসা নরেন সিদ্ধান্ত নেয় বাড়িতে থেকেই কিছু করার। খুলে ফেলে নিজের চায়ের দোকান, শুধু চা নয় সাথে সকালের টিফিন থেকে শুরু করে বিকেলের বাঙালির রস আস্বাদিত সব খাবারই প্রদান করে চলেছে। এই ভাবেই বিটেক চা ওয়ালার সংগ্রাম চলছে, নিজের স্বচেষ্টায় স্বাধীন ভাবে এই কাজে খুব খুশি নরেন। আগামীদিনে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও জীবন সংগ্রামকে এই ভাবেই চালিয়ে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেছে এই বিকেট চা ওয়ালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here