চাকদহ, নিজস্ব সংবাদদাতা:- নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক উইকেট দখল করে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড করলেন চাকদহের মেয়ে ঝুলন গোস্বামীর। ঝুলন নদিয়ার চাকদহ পৌরসভার পনের নম্বর ওয়ার্ডের লালপুর রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা।মেয়ের এই সাফল্য দেখে মা ঝর্ণা গোস্বামী ও ভাই কুনাল গোস্বামী কি প্রতিক্রিয়া আমাদের কে জানালেন।তিনি আরো বলেন,আগামী ১৫ইমার্চ ইংল্যান্ডের সাথে খেলা আজ সকালেই মেয়ে কে খেলায় মনোযোগ দিতে বলেন কারন ঝুলনের এবার নিয়ে পঞ্চমবার বিশ্ব কাপ খেলবেন।
Leave a Reply