খরগপুর পৌরসভা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন প্রদীপ সরকার,কটাক্ষ করলেন বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।

0
267

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরো বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস । খরগপুর পৌরসভা নির্বাচনে এবার তৃণমূল ২০ বিজেপি ৬, কংগ্রেস ৬, বামেদের 2, নির্দল ১টি করে আসন পেয়েছে, এর মধ্যে গতকাল রাজ্যের মধ্যে সর্বাধিক ভোটে জয়ী সিপিআই প্রার্থী সিপিআই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতে ২১ জন তৃণমূল কাউন্সিলর হয়ে দাঁড়ালো । খড়গপুর পৌরসভা তে বুধবার খরগপুর পুরসভার পেক্ষাগ্রহে খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন শপথ গ্রহণ করান । খড়গপুর পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন প্রদীপ সরকার । প্রদীপ সরকারের নামে কুড়ি জন কাউন্সিলর সমর্থন জানায় চেয়ারম্যান হন প্রদীপ সরকার । প্রদীপ সরকার চেয়ারম্যান হতেই আবির খেলায় মাতোয়ারা কর্মী সমর্থকরা । শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর সদরের বিধায়ক এবং সদ্য বিজেপি থেকে জিতে আসা হিরণময় চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় সম্পর্কে জড়িয়েছেন তিনি ও শপথ নেন এই সভাগৃহে । পৌরসভা কক্ষ থেকে বেরিয়ে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন যারা রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া উন্নয়নের টাকা খড়গপুর পৌরসভা ফিরিয়ে দিয়েছে । তাদেরকে এই তৃণমূল চেয়ারে বসিয়েছে যতদিন আমরা বিরোধী দলে থাকবো শহরের উন্নয়নের জন্য সমস্ত রকমের বিরোধিতা আমরা করব । প্রদীপের সঙ্গে তো বহু কাউন্সিলর নেই তা সত্ত্বেও কি করে চেয়ারম্যান হলো তা নিয়ে আমরা চিন্তিত যদিও এই সমস্ত ব্যাপার তাদের দলের। পালটা কটাক্ষ করতে ছাড়েনি প্রদীপ সরকার প্রদীপ সরকার বলেন যে এই বিধায়ক তথা পার্ষদ হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের দলের ৬ জন আছে কিনা সে আবার আমাদের নিয়ে প্রশ্ন কি করে তুলেন তার একটা সইয়ের জন্য লোকে কলকাতা যেতে হবে এরপর । পাশাপাশি তিনি বলেন আগামী নির্বাচনে অনেক খড়্গপুরের মানুষ যোগ্য জবাব দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here