আজ ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যের বনাঞ্চল। বনভ্রমনের সবকিছুই বন্ধ থাকবে এই তিনমাস।

0
958

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আজ ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যের বনাঞ্চল। বনভ্রমনের সবকিছুই বন্ধ থাকবে এই তিনমাস। জানা গিয়েছে,প্রতি বছরই বর্ষার মরশুমে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় জঙ্গলগুলি। প্রাণীবিজ্ঞানীদের মতে, এই সময় বন্যপ্রাণীদের প্রজননের মরশুম। তাই এই সময় জঙ্গলে পর্যটকদের আনাগোনা বন্যপ্রাণীদের যেমন বিরক্ত করতে পারে, তেমনি  বিরক্ত হয়ে বন্যপ্রাণীরা মানুষের ওপরও আক্রমণ চালাতে পারে। মূলত এই কারণেই এই সময় জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন দফতর। বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ‍্যান ,বক্সা ব‍্যাঘ্র প্রকল্প তিন মাসের জন‍্য বন্ধ হয়ে গেল। এদিকে জঙ্গলের যেকোনো একটি রুট খুলে দেওয়ার জন‍্য দাবি করল জলদাপাড়া এলাকার পর্যটন ব‍্যবসায়ীরা। পর্যটন ব‍্যবসায়ীরা জানান, কিছু দিন পূর্বে বর্ষার সময় জঙ্গলে কয়েকটি রুট বর্ষার সময় খোলা রাখার বিষয়ে আলোচনা হয়েছিল কিন্ত এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমাদের দাবি শীঘ্র কয়েকটি রুট পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here