শান্তিপুর শহরে পিডব্লিউডির জায়গায় ক্রমশই গড়ে উড়ছে কংক্রিটের ব্যবসায়িক ক্ষেত্র।

0
245

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কখনো বা রাতের অন্ধকারে কখনো বা প্রকাশ্যে দিনের আলোতেই শান্তিপুর বড়বাজার মতিগঞ্জ পর্যন্ত রাস্তার পাশে পি ডব্লিউ ডি র জায়গা দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে একের পর এক। নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই জানান, এর পেছনে রয়েছে আর্থিক মোটা লেনদেন, স্থানীয় কিছু প্রোমোটারদের দৌরাত্মের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়। রাস্তার পেছনে মালিকানা শক্ত থাকলেও রাস্তা ঘেঁষে এ ধরনের নির্মাণ ক্রমশই বাড়ছে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, পৌরসভা এখতিয়ার ভুক্ত বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে দেখা সম্ভব হয়, অন্য দপ্তর হওয়ার কারণে তা অনেক সময় চোখের সামনে দেখেও কিছু করার থাকে না আইনগতভাবে। তবে যেহেতু সরকারি সম্পত্তি, তাই পি ডব্লিউ ডি কে জানিয়েছি।
এ বিষয়ে পিডব্লিউডি কৃষ্ণনগর জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here