চাঁচলে পালিত হলো বিশ্ব নবী দিবস।

0
197

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- চাঁচলে পালিত হলো বিশ্ব নবী দিবস।গোটা দেশের পাশাপাশি মালদা জেলার চাঁচলেও রবিবার সাড়ম্বরে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস।এদিন তানজিম এ আহলে সুন্নত ওয়াল জামাআত এর উদ্যোগে চাঁচল মহকুমার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে জুলুস বের করেন।এদিন সকাল ১১ টা নাগাদ চাঁচল শহরের রাজপথে জুলুসের মধ্য দিয়ে নবী দিবস পালন করা হয়।

সেখান থেকে ভুটভুটি,টোটো ও বাইকে করে বিশ্ব নবীর জীবনাদর্শ কেন্দ্রিক পথপরিক্রমায় প্রায় ২০ হাজার লোক অংশগ্রহণ করেন বলে জানা যায়।জুলুস দেখার জন্য রাস্তার দুধারে হাজার হাজার মানুষ ভীড় করে।জুলুসের মধ্যে যাতে কোন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেই কারণে
মোড়ে মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চাঁচল থানার পক্ষ থেকে।
পাশাপাশি নূরী জামে মসজিদ প্রাঙ্গণে জাশনে ঈদ মিলাদুন নবী পালন করা হয়।মিছিলটি কে স্বাগত জানাতে সমস্ত সম্প্রদায়ের লোকেরা ছিল।কোথাও ফল,কোথাও পানীয় জল ও কোথাও পোলাও বিতরণ করা হয়।

ইসলামীক ইতিহাস থেকে জানা যায়,
আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্ব নবী হজরত মুহাম্মাদ (সাঃ) জন্ম গ্রহণ করেন,তাই দিনটিকে ইসলাম ধর্মের মানুষেরা দোওয়া ও ফাতেয়ার মাধ্যমে পালন করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here