জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের তিন ছাত্রী জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেলেও মাঠ না থাকায় প্রশিক্ষণ নেবার সমস্যার সামনে তারা।

0
508

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বর্তমানে মহিলাদের মধ্যে ভলিবলের দিকে ঝোঁক থাকলেও মাঠের অভাবে কিছু টা হলেও সমস্যা র সামনে পড়তে হচ্ছে কোচসহ যারা এখন এই খেলার সাথে যুক্ত। । যদিও এই বাঁধা কিছুটা হলেও দুর করেছে বন্ধন প্রাঙ্গন ।তারা তাদের মাঠ দিয়ে সাহায্য করেছে এই মহিলা ভলিবলের খেলোয়ার দের।প্রতিবছর জাতীয় পর্যায়ে খেলতে যায় এই কোচিং সেন্টারের কয়েক জন ছাত্রীরা।এইবার ও তিনজন জাতীয় পর্যায়ে চলতি বছরের আগামী মাসে তারা খেলতে যাবারসুযোগ পেয়েছে বলে কোচ সুব্রত সাহা জানিয়েছেন।তিনজন ছাত্রী যারা জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে তারা হলো নিকিতা রজক,লক্ষীসাহানি,ওরীনা সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here