নিম্ন মানের রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের।

0
234


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগ তুললো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের বকুল তোলা এলাকায়।

স্থানীয়দের অভিযোগ,গুড়িয়াহাটি ২ নম্বর অঞ্চলের বকুলতলা থেকে হরিণচওড়া এলাকায় একটি রাস্তা তৈরি হচ্ছে। নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিয়েছিলাম। তারপর আশ্বাস দিয়েছিল ভালো করে রাস্তা তৈরি করবে। তারপর সেই কাজ করতে গিয়ে তারা আবার নিম্ন মানের কাজ করেন। সেই রাস্তার কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সেই রাস্তার পিচ ও পাথর উঠতে শুরু করে। যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিন এবিষয়ে স্থানীয় গ্রামবাসী জহিদুল হোসেন অভিযোগ করে বলেন,আমার কাজ শুরু হওয়ার আগে রাস্তার কাজ আটক করেছি। তারপর ঠিকাদার জানালো আমাদের যা নির্দেশ দিয়েছে সেই ভাবে কাজ করছি। তারপর আবার রাস্তার কাজ শুরু হলো। রাস্তা তৈরি হওয়ার ১৫ দিনের মধ্যে রাস্তাটি পিচ উঠে যাচ্ছে। আমরা চাই এই রাস্তা নতুন করে ঢালাই রাস্তা বা সিসি রোড করে দেওয়া হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here