বিরল প্রজাতির অদ্ভুত কালো মাছ উদ্ধার।

0
714

আবদুল হাই, বাঁকুড়াঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অদ্ভুত ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে। আজ সকালে অদ্ভুত সেই মাছের খোঁজ মেলার পর অনেকেই সেই অদ্ভুত দর্শন মাছটি দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। এই মাছটি জলের বিভিন্ন ছোটো প্রজাতির মাছ,জলজ পোকামাকড় ও শ্যাওলা খেয়ে থাকে। মুখ দিয়ে শুষে খাবার খায়।এটি ‘সাকার ফিশ’। এই মাছের পাখনা খুব ধারালো হয়। মুখে আছে ধারালো দাঁত।
আত্মরক্ষার জন্য এই পাখনা কাজে লাগে এই মাছের। সহজেই অন্য মাছের দেহ কেটে যায়। আর সেই আঘাত পাওয়া জায়গাটি ধীরে ধীরে পচন ধরে মাছটি মারা যায়। এই সাকার ফিশ রাক্ষুসে মাছ না হলেও এটি প্রচুর পরিমাণে খাবার খায়। আর তার ফলে অন্যান্য মাছের খাবারের আকাল দেখা দেয়।
পুকুরে মাঝ ধরার সময় জালে আটক হয় এই অদ্ভুত মাছটি , মাছটিকে দেখতে আশেপাশের এলাকার লোকজন ভীড় জমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here