বর্ধমান ওয়েভ এবং সুইচ অন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ট্রাফিক পুলিশদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির।

0
164

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গ্রীষ্মের এই প্রখর দাবদহের মধ্যেও তাদের কর্মে অবিচল বর্ধমান শহরে ট্রাফিক কর্মরত আধিকারিকরা। এই প্রখর দাবদহে তাদের শারীরিক যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো বীরহাটা সাব ট্রাফিক গার্ড অফিসে। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বর্ধমান শহরে ট্রাফিকের কর্মরত আধিকারিকরা স্বেচ্ছায় তাদের রক্তদান করে। এর মূল উদ্যোক্তা বর্ধমান ওয়েভ এবং সুইচ অন ফাউন্ডেশন। বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি বলেন, এই স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা বর্ধমান ওয়েভ এবং সুইচ অন ফাউন্ডেশন। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্ধমান শহরে কর্মরত সমস্ত ট্রাফিক আধিকারিকরাই আজকে বিনামূল্যে এখানে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। পাশাপাশি যারা ইচ্ছুক ছিলেন রক্ত দান করতে তারাও এখানে রক্তদান করছেন। সাধারণ মানুষও এখানে রক্ত দান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here