পঞ্চায়েত ভোটের মুখে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে।

0
173

নিজস্ব সংবাদদাতা, মালদা:—পঞ্চায়েত ভোটের মুখে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার পার দেওনাপুর শোভাপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬ টা নাগাদ জনৈক এক ব্যক্তি নিজের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ভুট্টার জমিতে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরেই ওই এলাকায় যাতে কোন‌ও সাধারন মানুষ প্রবেশ না করে তা সুনিশ্চিত করা হয় পুলিশের তরফে এবং লাল ফিতে ও টিন দিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়।
এদিন মঙ্গলবার সকালে বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা ওই এলাকায় আসেন এবং বোমাগুলি পরীক্ষা করেন। তারা জানান, ওই স্থানে ২৭টি বোমা উদ্ধার হয়েছে এবং বোমাগুলি যথেষ্ট পরিমাণে শক্তিশালী।
এদিন দুপুরে দমকল ও পুলিশের উপস্থিতিতে বোমাগুলি নিস্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলো রেখে গিয়েছে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন মন্ডল বলেন, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ভোট লুঠ করার উদ্দেশ্যে এবং বিরোধীদের ভয় দেখাতে শাসক দলের নেতা কর্মীরা বোমা মজুত করতে শুরু করেছে।