নতুন বর্ষে প্রথম সপ্তাহ থেকে বেশ কয়েকটি বাস চালু হতে চলছে ।

0
385

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সরকারি বাস স্টেন্ড চালু করা নিয়ে পরিকল্পনা ও উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে কোলকাতা সহ অনান্য যায়গা বাস পরিসেবার জন্য চিন্তা ভাবনা নতুন বর্ষে প্রথম সপ্তাহ থেকে বেশ কয়েকটি বাস চালু হতে চলছে । বাস গুলি ও বাসের স্টাফ দের থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সরকারি বাস চালু নিয়ে প্রপোজাল পাঠায় কালিয়াগঞ্জ বিধায়েক সৌমেন রায় উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থারা চেয়ারম্যান ও ভাইস চেয়ার মেন কে। উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থারা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও ভাইস চেয়ার মেন গৌতম পাল কালিয়াগঞ্জ এসে প্রথম বয়রা কালি মন্দিরে পুজা দিয়ে কালিবাড়ি অবস্তিত পুরাতন সরকারি বাস স্টেন্ডেড় পরিকাঠামো ক্ষতিয়ে দেখার পড়ে কালিয়াগঞ্জ বিবেকান্দন মোড় অবস্থিত পৌর বাস স্টেন্ড প্রাঙ্গনে আলোচনা বাসে কালিয়াগঞ্জ পৌরপ্রশাসক সচিন সিংহ রায় , বিধায়েক সৌমের রায়, প্রাপ্তন বিধায়েক তপন দেব সিংহ, শহর সভাপতি সুজিত সরকার সহ অন্যান দের সঙ্গে।
আলোচনা সিধান্ত কালিয়াগঞ্জ পৌর ভোটের আগে উপহার ও নতুন বর্ষ কালিয়াগঞ্জ থেকে নতুন কয়েক বাস কোলকাতা জন্য সকাল ও রাতি এছাড়া খুব শিঘ্র টুরিস্ট যায়গার জন্য সরকারি বাসের পরিসেবা পাওবার সুয়োগ কালিয়াগঞ্জ বাসি পাবে।