ইউটিউব দেখেই তৈরি করে ফেলল যিশুর মা ও বাবার মাটির মূর্তি।

0
522

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ইউটিউব দেখেই তৈরি করে ফেলল যিশুর মা ও বাবার মাটির মূর্তি। ইউটিউব দেখেই বড় দিন কে সামনে রেখে মাটি দিয়ে তিনদিনে তৈরি করে ফেলল যিশুর বাবা ও মায়ের মূর্তি।যিশুর বাবা যোসেভ ও মা মেরীর মূতি তৈ করে তাক লাগালোএই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র।নাম সম্রাট সরকার।সে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ষষ্ঠ শেনীর ছাত্র।তার বাড়ি পানডা পাড়া কালিবাড়ি এলাকায়।বড় দিনের জন্য তার ই চিন্তা ভাবনায় খুশি তার পরিবার।