থমকে সবকিছু : ডঃ অশোকা রায়।

0
257

পৌষালী পূব হাওয়ায়
ঝকঝকে রোদের গুঁড়ো।
কলম আমার ভাবের ঘাটে পা ডুবিয়ে বাজছে রুনুঝনু ।
মনের অগোচরে মন কেমন করা অগোছালো ষড়যন্ত্র।
স্নান ঘরে চানে অন্যমনস্কতা।
আগামী বসন্তের বাষ্পে চারপাশে ধোঁয়াশা।
তবুও শিশিরের ফোঁটার শৃঙ্গারে মোহময়ী আমি।
বলেছিলে, আসবে…
আসো নি।
লিখেছি চিঠি… দাও নি জবাব।
আমার মন সারস উপেক্ষিতা ঊর্মিলার মতো রয়েছে পড়ে বেদনা বিক্ষোভে।
বিনি সম্পর্কের কবিতাগুলো ম্রিয়মান।
লেখা হয় নি আর একটাও আখর।
শেষ হয়েছে শব্দের সারি যেখানে,
সেখানেই থমকেছে সবকিছু,
এমনকি আমার জীবনও।

15/1/ 2022.
2:35 পি এম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here