ফতেসিংপুর গ্রামে লতাজীকে স্মরণ করে BDO র উপস্থিতিতে বসলো পাড়ায় শিক্ষালয়।

0
242

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নং ব্লকের আমলাগোড়া চক্রের রেউদি প্রাথমিক বিদ্যালয়ের পাড়ায় শিক্ষালয় বসলো ফতেসিংপুর গ্রামের মাঝে।কচিকাঁচা শিক্ষার্থীদের বন্ধ বিদ্যালয় দীর্ঘদিন। মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সোমবার থেকে চালু হলো পাড়ায় শিক্ষালয়। রেউদি প্রাথমিক বিদ্যালয় একেবারে নতুন মাত্রা দিয়ে চালু করলো এই পাড়ায় শিক্ষালয়।পাশাপাশি গতকাল প্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে গ্রামের মানুষ জন অভিভাবক থেকে শিক্ষক শিক্ষার্থী সহ ব্লক উন্নয়ন আধিকারিক ওয়াসিম রেজা, শিক্ষা কর্মাধ্যক্ষ ভারতী হেমব্রম,সমিতি শিক্ষা অফিসার দীপঙ্কর রায়, অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব চৌধুরী অঞ্চলের প্রধান হরি দাস সহ অন্যান্য শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে একেবারে নতুন আঙ্গিকে পাড়ায় শিক্ষালয় চালু করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায় বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here