শহর অঞ্চলে সবুজ খোলা মাঠের অভাবে, বিদ্যালয়ের উঠানেই শুরু হলো পাড়ায় শিক্ষালয়, তীব্র রোদে ক্লান্ত খুদে পড়ুয়ারা।

0
231

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিদ্যালয়গুলোতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছিল আগেই। প্রাক-প্রাথমিক সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন শুরু হয়েছে আজ থেকে পাড়ায়-পাড়ায় শিক্ষালয়। প্রায় 22 মাস পর পঠন-পাঠন শুরু হয়েছে । কোভিড বিধি মেনে খোলা আকাশের নিচে শুরু হয়েছে পঠন পাঠন তবে সেগুলো অবশ্যই গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে খোলা মাঠ উন্মুক্ত আকাশের বড়ই অভাব তাই স্কুলেরই উঠানে এ ধরনের শিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা এধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেও তীব্র রোদে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে বলে তাদের দাবি। আর এ কথা মানলেন শিক্ষক শিক্ষিকারা নিজেরাও। অনেক অভিভাবকই প্রশ্ন করলেন বিদ্যালয়ের বাইরে অমনোযোগী হয়ে পড়ে তারা, এ বিষয়ে অবশ্য শিক্ষক-শিক্ষিকারা জানান আপাতত প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভাবে কয়েক দিন চলুক ,তারপর তা থেকে শিক্ষা নিয়ে সরকার নিশ্চয়ই নতুন কিছু চিন্তাভাবনা করবেন। আজ এমনই চিত্র উঠে গেল শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয় গুলি থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here