ডোমজুড়ে ভেজাল তেল কারখানায় ইডি হানা ।

0
247

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সোমবার দুপুরে ডোমজুড় থানার জালান কমপ্লেক্স-এর এক নম্বর গেটের নয় নম্বর গলি-তে আরতি নামের ওই তেল প্রস্তুতকারী সংস্থার কারখানায় হানা দেয় ইবি কর্তারা। আর তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেল। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে কারখানার জনাকয়েক কর্মচারীকে।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অন্য একটি কোম্পানির ভোজ্য তেল সেখানে নিয়ে এসে চলত ভেজাল মেশানোর কাজ। এরপর সেই তেল আরতি নামে নিজেদের সংস্থার ব্র্যান্ডিংয়ে পৌঁছে দেয়া হতো কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বাজারে। গোপন সূত্রে সেই খবর আসে ইবি কর্তাদের কাছে। এরপরই এদিন দুপুরে তারা হানা দেয় ওই কারখানায়। লক্ষাধিক ভোজ্য তেলের প্যাকেট উদ্ধার করেন তারা। কোথা থেকে ওই তেল নিয়ে আসা হত এবং তাতে কি ধরনের ভেজাল মেশানো হতো, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দা কর্তারা। পাশাপাশি কলকাতার বাজারে কিভাবে বিক্রি করা হতো সেই তেলগুলি তাও খতিয়ে দেখছেন তারা। ধৃত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে কারখানাটির মালিকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here