ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে বের হচ্ছে জল সারেঙ্গায়।

0
314

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বেশ কিছুদিন আগে ডিসট্রিবিউটারের কাছ থেকে ঘরে আনা হয় নতুন ভর্তি গ্যাস সিলিন্ডার প্রথম দু তিন দিন সব ঠিকঠাক চললেও তার পর বাঁধে বিপত্তি। হঠাৎ করে গ্যাসে বন্ধ, শত চেষ্টা করলেও অগ্নিশিখা আর জ্বালানো যায়নি। গ্যাসের সিলিন্ডার দেখে বোঝার উপায় ছিল না খালি সিলিন্ডার বলে,সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ছল ছল শব্দ ঠিক জলের মতো। অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে আসলো জল।বিগত এক সপ্তাহ ধরে এই সমস্যা ভোগ করে আসছে পুরো সারেঙ্গাবাসী ,ভর্তি গ্যাসের সিলিন্ডার কিনে বাড়িতে আনার পর দু-তিনদিন ঠিকঠাক চললেও বন্ধ হয়ে যায় অগ্নিশিখা।স্থানীয় এক বাসিন্দা জানান গ্যাসের দাম তো একেই অগ্নিমূল্য তারপরে এই সমস্যার সম্মুখীন হলে আমরা সাধারন মানুষেরা কি করবো বলুন।তবে এই পুরো ব্যাপাটি স্থানীয় ডিস্ট্রিবিউটর কে জানানো হয়েছে তাদের দাবি যেহেতু গ্যাসের ফিলিং আমাদের এখান থেকে হয় না তাই বিষয়টি আমাদের হাতে নেই তবে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া সত্যি মনে হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি।জ্বালানি যেখানে গৃহস্থের একটা মূল্যবান সামগ্রী তাকে কেন্দ্র করে এই ঝামেলা সত্যি অস্বস্তিকর।পুরো সারেঙ্গাবাসি এখন তাকিয়ে কবে এই সমস্যার সমাধান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here