সাইবার প্রতারণা শিকারের হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে বিশেষ কর্মশালা চালাবে জেলা পুলিশ।

0
300

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- লক্ষাধিক টাকা প্রতারণা হোক কিংবা পুলিসের নামে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, বারংবার সাইবার প্রতারণার শিকার হতে হয় সাধারণ মানুষকে। বর্তমানে সাইবার প্রতারকদের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। মানুষকে সর্বশান্ত করতে ওঁৎ পেতে বসে থাকে হ্যাকাররা। হ্যাকারদের থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবার বিশেষ কর্মশালা চালাবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা পুলিস সুপার অম্লান কুমার ঘোষ ও খড়গপুরের অতিরিক্ত জেলা পুলিস সুপার । সাইবার শিক্ষার পাশাপাশি পুলিসদের সন্তানদের জন্য পুলিস লাইনের ভিতরে একটি লাইব্রেরি খোলা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি। সেখানে পড়াশোনা করতে পারবে প্রায় ৫০০টি পুলিশ পরিবারের সন্তানেরা।