বেআইনি বিদ্যুতের বেড়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দাঁতাল হাতির।

0
185

আবদুল হাই, বাঁকুড়াঃ ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার চুয়াগাড়া এলাকায়। আজ সকালে স্থানীয় চুয়াগাড়া হাইস্কুলের পার্শ্ববর্তী একটি গমের জমিতে পূর্ণবয়স্ক দাঁতাল হাতি কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হাতি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বনদপ্তর।

দিন চারেক আগেই বাঁকুড়ার পিড়রাগোড়া গ্রাম গ্রাম লাগোয়া ফসলের ক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালে পিড়রাগোড়া গ্রাম থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ফের একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি অকাল মৃত্যুর ঘটনা ঘটে। সুরে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা এই হাতিটি ও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। যে জায়গায় হাতিটির মৃতদেহ পড়ে রয়েছে তার আশেপাশে বিদ্যুতের তার নেই। তাহলে কিভাবে হাতিটি বিদ্যুৎপৃষ্ঠ হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি ফসল বাঁচাতে কৃষকদের একাংশ চারিদিকে বেআইনিভাবে বিদ্যুতের বেড়া দিয়ে রাখে। সেই বিদ্যুতের বেড়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এলাকার মানুষ। প্রাথমিক তদন্তে বনদপ্তরের অনুমান বেআইনি বিদ্যুতের বেড়াতে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ওই দাঁতাল হাতির।হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বনদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here