সুন্দরবনের বাঘের দেখা পর্যটকদের।

0
1340

নিজস্ব সংবাদদাতা,ক্যানিং –    সুন্দরবনের জঙ্গলে আবার দেখতে পাওয়া গেল রয়্যাল বেঙ্গল টাইগারের। রবিবার পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পায়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাঁকি জঙ্গলের কাছে বাঘটি কে ঘুরতে দেখা যায়। তারপর সেখানে ভিড় করে পর্যটকদের টুরিস্ট বোট ও লঞ্চ গুলি। এরপর একাধিকবার ওই বাঘ টি কে সেখানে লক্ষ্য করা যায়। প্রায় ঘন্টাখানেক ধরে নদী পার হতে থাকে বাঘ টি। এরপর বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বালুর চরে ঘোরাঘুরির পর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে।

শীত কাটিয়ে বসন্ত চলছে। শীতের দিনে প্রায়ই বাঘের দেখা পেয়েছে পর্যটকরা। দোলের আগে ভরা বসন্ত এবার তাই দেখা পাওয়া গেল রয়্যাল বেঙ্গল টাইগারের। মৌসুমের শেষ সময়ে বাঘের দেখা পাওয়ায় একপ্রকার আপ্লুত পর্যটকদের একাংশ। এ বিষয়ে পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত অসিত দানি বলেন, এইভাবে বাঘকে দেখা পাওয়া যাবে ভাবতেই পারিনি। জঙ্গলে এবার মৌসুমজুড়ে বেশকিছু বাঘের দর্শন পাওয়া গেছে। আগামী দিনেও বাঘের দেখা পাওয়া যাবে এমন টাই আশা করা হচ্ছে।

আগামী সপ্তাহে দোল উৎসব। ইতিমধ্যেই সুন্দরবনের সমস্ত হোটেল লজ গুলি পর্যটকদের জন্য অগ্রিম বুক হয়ে গিয়েছে। বারবার বাঘের দেখা পাওয়ায় মূলত ভিড় বাড়ছে সুন্দরবনের। দোলের উৎসবে ভিড় যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here