অপহরণ কান্ডে সাফল্য পেলো কুলতলি থানার পুলিশ।

0
272

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একই দিনে অপহরণের দুই মামলায় সাফল্য পেল পুলিশ। একটা সদ্য লিপিবদ্ধ হওয়া অভিযোগ পেয়ে রবিবার কুলতলি থানার পুলিশ এই সাফল্য পেয়েছে। দুটি অপহরণের অভিযোগ নিয়ে কুলতলি থানার পুলিশ তদন্ত শুরু করেছিল। অনেক কাঠখড় পোড়ানোর পর এক নাবালিকা অপহরণের অভিযোগের ঘটনায় অপহৃত নাবালিকার সন্ধান পায় পুলিশ। পুলিশ জানতে পারে ওই নাবালিকা কে কুলতলি থেকে অপহরণ করে হাওড়ার উলুবেড়িয়া এলাকার বীরুপুরে রাখা হয়েছে। রবিবার রাতে সেখানেই অভিযান চালায় পুলিশ। পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত হয় নাবালিকা। তার বয়েস ১৭ বছর। ওই নাবালিকাকে নিয়ে কুলতলি ফেরার পথে আচমকাই পুলিশের কাছে খবর আসে প্রায় দু বছর আগে আরও একটি অপহরণের মামলার মূল অভিযুক্ত সঞ্জিত নস্কর কলকাতার বাইপাসের রুবি এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ওই পুলিশের টিমই রুবি এলাকায় অভিযান চালায়। আর তাতেই সাফল্য আসে। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত সঞ্জিত নস্করও। পুলিশ দুজনকে নিয়েই কুলতলি থানায় আসে। সোমবার অপহৃত নাবালিকাকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় বিচারকের কাছে তার জবানবন্দি দেওয়ার জন্য। অন্যদিকে অভিযুক্ত অপহরণকারি সঞ্জীত নস্করকেও বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাকে পকসো আইনে আদালতে তোলা হয়েছে। কুলতলি থানার এমন কাজে খুশি জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here