মাটি ভেদ্করে বেরিয়ে এল অদ্ভুত দর্শনধারী ফুল।

0
3363

আবদুল হাই, বাঁকুড়াঃ অদ্ভুত দর্শনধারী এক ফুলের দেখা মিলল বাঁকুড়ার গঙ্গাজঘাটির কেশিয়াড়া গ্রামের বাউরী পড়ায়। মাটি ভেদ করে বেরিয়ে আসা গাছের শুধু একটি মাত্র পাতা এবং তার কান্ডের অংশ মোটা এবং তার অগ্রভাগেই রয়েছে সবুজাভ-খয়েরী রঙের এই ফুলটি। রবিবার সকালে এই ফুলের দেখা মেলা মাত্রই রীতিমতো চাঞ্চল্য ছড়াতে দেখাগেল এলাকায়। মাটি ভেদ করে বেরিয়ে আসা অদ্ভুত দর্শনধারী ফুলের খবর ছড়াছড়ি হতেই সেই ফুলকে দেখতে ভীড় জমায় এলাকাবাসী। সকলের মনে জাগে একরাশ কৌতূহল এটা কি ফুল? কৌতূহলের উত্তর জানতে সোশাল মিডিয়াতেও ছড়াছড়ি হতে দেখা যায় একাধিক পোস্ট।কোনো বিশেষ প্রজাতির ফুল ভেবে গ্রামের বাউরি পড়ার বাসিন্দারা
বাসের ঘেরা দিয়ে সংরক্ষিত করে রাখে ফুলটিকে ।শেষমেষ খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি বনদফতরে। ঘটনাস্থলে এসে গঙ্গাজলঘাটি বনদফতরের কর্মীরা ফুলটিকে পর্যবেক্ষণ করেন। এবং তারা আমাদের ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে না চাইলেও,গ্রামবাসী সূত্রে জানাযায়, বনদফতরের প্রাথমিক অনুমান এটি একটি ওল প্রাজাতির ফুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here