দিকে দিকে পালিত হল শবেবরাত।

0
354

আবদুল হাই, বাঁকুড়াঃ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল শবেবরাত।শবে বরাত হল ফারসি শব্দ। শবেবরাতের অর্থ সৌভাগ্যের রাত।সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করেন। আজকের দিনে দুই সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হল দিকে দিকে। একদিকে রং নিয়ে খেলতে দেখা গেল একদল কচিকাঁচাদের।আর অপর দিকে ধর্মীয় প্রতিষ্ঠানে মোমবাতি ধূপ জ্বেলে প্রার্থনা করতে দেখা গেল ধর্মপ্রাণ মানুষকে।এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলীমরা আত্মীয় প্রতিবেশী, দুঃস্থ অসহায়দের মধ্যে হালুয়া রুটি,নানা ধরনের খাবার সহ চাল টাকা বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here