ধর্মঘটে সাড়া চাকদহ ও কল‍্যানীতে।

0
99

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মহার্ঘ ভাতা ,স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সারা পড়েছে নদীয়ার কল্যাণীতেও। মহকুমা শাসক সহ সমস্ত সরকারি দপ্তরের সামনে যৌথ মঞ্চের সমর্থকরা পিকেটিং করে। এরমধ্যেও যারা কাজে যোগ দিতে গেছেন তাঁদের অনুরোধ করা হয়েছে যাতে কাজে যোগ না দেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সামনেও একি দাবিতে বিক্ষোভ দেখানো হয়।আজকের বিক্ষোভ রাজ্য সরকারের যে শিক্ষা কর্মচারীদের যে ডি.এ. বঞ্চনা এবং গোটা রাজ্যের সমস্ত যে দপ্তর গুলি লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে,সেই শূন্য পদে কোন লোক নিয়োগ না করা হয়নি । অস্থায়ী ব্যক্তিদের কম বেতন দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অসহায় ব্যক্তিদের নিয়মিত কাজ করার কম বেতন নিয়ে কোন রকম চিন্তাভাবনা বা উদ‍্যগ নেওয়া হচ্ছে না। রাজ্যের বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা একত্রিত হয়ে বৃহত্তর যৌথ মঞ্চের নেতৃত্বে আজকে ধর্মঘট। আর সেই ধর্মঘটে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতিও যুক্ত। আজকে গোটা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা একত্রিত হয়েছে এই ধর্মঘট চলবে।জানালেন মনোজ কুমার সিং কল‍্যানী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here