চায়ের দোকানে আহত এক সিপিআইএম কর্মী আব্দুল গনি।

0
216

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই আঙারিয়া গ্রামে এক সিপিআইএম কর্মী সমর্থককে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়পুর ব্লকের আঙারিয়া গ্রামের একটি চায়ের দোকানে। প্রতিদিনের মতোই DYFI জয়পুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক ও বাঁকুড়া জেলা কমিটির সদস্য আব্দুল গণি ভাঙি চা পান করছিলেন দোকানে হঠাৎ করেই বুঝে ওঠার আগেই নাকি কানের কাছে গুপ্ত মারে দুঃস্কৃতিরা এবং জ্ঞান হারায় উক্ত কমরেড আব্দুল গণি ভাঙি।তারপর তার বন্ধুরা নাকি বিষ্নুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে সুত্রের খবর।তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল।এই ঘটনায় জয়পুর ব্লকের প্রাক্তন সিপিআইএম নেতা মানিক রায় বলেছেন – পুরো ঘটনা শুনলাম সব চক্রান্ত করে মার হয়েছে,সামনে পঞ্চায়েত ভোট সেই কারণেই হুকমি মারধর করে সিপিআইএম কে থামাতে চাইছে কিন্তু পারবে না। কমরেড আব্দুল গনি ভাঙি কে বিষ্ণুপুরৎমহকুমা হাসপাতালে জিজ্ঞাসা করা হয় পুরো ঘটনা।তিনি বলেন – আমি ওনাদের চিনি ওরা তৃণমূলের লোক।

তবে গ্রামবাসী সূত্রে খবর যে ঐ আব্দুল গনি ভাঙি কোনোদিন কাউকে কোনো মন্দ কথা বলেনি,। চা খেতে গিয়ে মার হলেও বিষয়টি জমিসংক্রান্ত বলে সুত্রের খবর। কিন্তু আব্দুল গনি ভাঙি বলেছেন রাজনৈতিক কারণেই আমাকে মারধর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here