জেলাশাসক দপ্তরের বাইরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির সমূহের রাজ্যের কো অডিনেশন বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে তিন দফার দাবি নিয়ে বিক্ষোভ।

0
103

আবদুল হাই, বাঁকুড়াঃ জেলাশাসক দপ্তরের বাইরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির সমূহের রাজ্যের কো অডিনেশন বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে তিন দফার দাবি নিয়ে বিক্ষোভ করা হয়।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির সমূহের রাজ্যের কো অডিনেশন কমিটি বাঁকুড়া জেলা শাখার বাঁকুড়া জেলা সম্পাদক জানান –
আজকে আমরা সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং আমাদের জেলাতেও দুটো মহাকুমা এবং বাঁকুড়া সদরের উপরে আমরা বিভিন্ন অফিসে আজকে বিক্ষোভ কর্মসূচি কোরছি তার কারণ একটাই আপনারা জানেন রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত সমস্ত কর্মচারী এবং সমস্ত শিক্ষক মশাইদের মিলিত জোটে গত আমরা দশ তারিখ ধর্মঘট করেছিলাম এবং সেই ধর্মঘটে আমাদের দাবি ছিল মূলত তিনটি আমাদের কেন্দ্রীয় হারে বকেয়া মর্গ ভাতা দিতে হবে
এবং যুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
আমাদের ১০ তারিখের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয়। আমাদের কর্মচারীদের বেতন কাটা হবে।
একদিনের আমাদের চাকরি ছেদ করা হবে, তার এসব হুমকি কে উপেক্ষা করে আমাদের রাজ্য শিক্ষক মশাই এবং কর্মচারীরা যে বিপুল ধর্মঘট করেছেন সকল ধর্মঘট করেছেন তারপর আমরা দেখেছি সারা পশ্চিমবাংলা রাজ্য জুড়ে আমাদের শিক্ষক মহাশয়াদের উপর আমাদের কর্মচারীদের উপর অমানবিক অত্যাচার নামিয়ে আনছে, আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী আমরা ঘৃণা সুরে আমরা বিক্ষোভ সভা করছি।
এবং সাথে সাথে দেখেছেন আমাদের পশ্চিমবাংলা ছাড়াও মহারাষ্ট্রের কর্মচারীরা লাগাতার ধর্মঘট করছেন তাদের একটাই দাবি পুরনো পেনশন স্কিম ফিরিয়ে দিতে হবে আমাদের যে চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে স্থায়ীকরণ করতে হবে এবং আমরা দেখেছি সেখানে শূন্য পদের ডিমান্ড রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি উত্তরপ্রদেশে বিদ্যুৎ শিল্প তার সাথে সাথে কর্ণাটকের বিদ্যুৎ শিল্প তাদের বিদ্যুৎ শিল্পের বেসরকারকরণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আন্দোলনে নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here