শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের বিকল্প আর কেও নেই, তিনি নিজেই নিজের বিকল্প : ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- তাপমাত্রা ৪১ পেরিয়েছে। কোথাও অনুভূতি ৪৫ এর। একদিকে সূর্যের প্রখর তেজ, অন্যদিকে ভোটের উত্তাপ – দুই উত্তাপে পুড়ছে দেশ, পুড়ছে বঙ্গবাসী। কিন্তু থেমে নেই জীবন, থেমে নেই ভোট যুদ্ধ। এই মুহূর্তে চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায় বিষয় বাতাসে তাপমাত্রা কত এবং এই লোকসভা ভোট – এই দুই বিষয় এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে। জায়গায় জায়গায় অহোরাত্র আলোচনা চালাচ্ছেন বিশেষজ্ঞরা – কি হয় কি হয়!

বেশ কিছু কারনে এবার প্রচারে কেন্দ্রবিন্দুতে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রটি। বরাবরের শক্ত ঘাঁটি বামেদের দূর্গ এই কেন্দ্রে এবার চলছে কঠিন প্রতিদ্বন্দিতা। করান অবশ্যই বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ও পন্ডিত এই ব্যাক্তি যে ভাবে প্রচারে ঝড় তুলেছেন তা নিঃসন্দেহ বিরোধী পর্থীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলাই যায়। প্রচারে মনুষের ঢল ও আবেগ এক পরিবর্তনের আভাস দেয়। কেন্দ্রে মোদী সরকার কে আরো একবার নির্বাচিত করার জন্য তিনি প্রতিদিন প্রচারে কেন্দ্র সরকারের কাজের খতিয়ান তুলে ধরছেন মানুষের সামনে , পাশাপাশি তুলে ধরছেন আগামীর ভবিষ্যতের রূপরেখা। তিনি বলেন- শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের বিকল্প আর কেও নেই, তিনি নিজেই নিজের বিকল্প; তৃণমূল কংগ্রেস – কংগ্রেস – বামপন্থী রা আগে নিজেদের রাজনৈতিক মতাদর্শ ঠিক করুক তারপরে মোদী মহাশয়ের বিরোধিতা করবে। শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের মতোন আদর্শ ব্যক্তিত্বই ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত ব্যক্তি – টালিগঞ্জ ২ নম্বর মন্ডলে ১১১ নম্বর ওয়ার্ডে পথসভায়  এমনই বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলি মহাশয় । পাশাপাশি তিনি মোদী সরকারের বিভিন্ন প্রকল্প গুলি তুলে ধরে দেশকে আরো এগিয়ে নিযে যাওয়ার জন্য এবং মোদী সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণকে আহ্বান জানানা।

তাই, ফলাফল কি হবে না হবে তা সময় বলবে। কিন্তু, এই দাবানল এর মধ্য দিয়েও চলছে ভোট গ্রহণ ও ভোট প্রচার।প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চলছে ২০২৪ সালের ভোট পর্ব। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতীয় নাগরিকদের ভোটদান। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চলছে ২০২৪ সালের ভোট পর্ব।দেশের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। ১ জুন পর্যন্ত চলবে বিভিন্ন দফার ভোট পর্ব। ৪ জুন জানা যাবে ফলাফল। তখন জানা যাবে, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আগামী পাঁচ বছরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *