জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অসুস্থ পেচার প্রাণ বাঁচলো গ্রামবাসীরা ।তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে রেখে কিছু টা সুচিকিৎসা করল তারাই।এরপর খবর দেবা হয় পশু প্রেমিক সংগঠন কে।বুধবার একটিপূর্ণ বয়স্ক অসুস্থ পেচাকে সুচিকিৎসার জন্য উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পশু প্রমি সংগঠনের সদস্য দেবাগ্য।জলপাইগুড়ি শহরের পোড়া পাড়া এলাকার একটি বাড়ির পিছনে হঠাৎ ই অসুস্থ অবস্থায় দেখতে পান বাড়ির মালিক।এরপর তাকে একটি ঝুঁকি তে রেখে দিয়ে খবর দেবা হয় পশু সংগঠনের সদস্য দের।পশু সংগঠনের সদস্যরা এসে সেই অসুস্থ পেচাটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের হাতে তুলে দেয়।যদিও এলাকার বাসিন্দারা এই ধরনের পাখি দরদী কাজ করেছেন বলেই পেচাটি প্রাণে বাচল।এমনটাই জানায় দেবাগ্য।
অসুস্থ পেচার প্রাণ বাঁচলো গ্রামবাসীরা ।












Leave a Reply