বাংলা বনধ এর ডাক দিয়ে বিনপুরে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার এলাকায় চাঞ্চল্য।

0
205

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগের প্রতিবাদ জানিয়ে ও তৃণমূল কংগ্রেসের নেতাদের হুঁশিয়ারি দিয়ে আগামী আট ই এপ্রিল শুক্রবার বাংলা বনধ এর ডাক দেওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টার কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিনপুর থানা এলাকায়। গত রবিবার বিনপুর থানার কাঁকো অঞ্চলের ভান্ডারগেড়িয়া এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। সেই পোস্টারে ও একই কথা লেখা ছিল । সোমবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় জামবনি থানার পড়িহাটি এলাকা থেকে। সেই পোস্টারেও বাংলা বনধ এর ডাক দিয়ে একই কথা লেখা ছিল। বুধবার সকালে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল বিনপুর থানার কাঁকো অঞ্চলের মোহনপুর যাত্রী প্রতীক্ষালয়ে এবং লালডাঙ্গা এলাকা থেকে। ওই পোস্টার গুলিতে লাল কালি দিয়ে সাদা কাগজে একই কথা উল্লেখ করা রয়েছে।পোস্টার এর শেষে লেখা রয়েছে সিপিআই মাওবাদী । ওই পোস্টার গুলিতে উল্লেখ করা হয়েছে বাংলা বনধ পালন না করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যার ফলে চারদিনের মাথায় বিনপুর থানা এলাকায় পর পর মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টার উদ্ধার কে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কারা ওই পোস্টার দিয়েছ তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ । তবে ওই পোস্টার মাওবাদীদের নয় , কার্যত এই পোস্টার গুলি ভুয়ো বলে পুলিশের অনুমান। তা সত্ত্বেও মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টার কে কেন্দ্র করে বিনপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ভুয়ো পোস্টার ছড়িয়ে, গুজব রটিয়ে মানুষজনকে বিভ্রান্ত করছেন । তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here