
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- নিঃশর্ত দাবি তে SIR সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম সেই ভাবেই রাখতে হবে। SIR এর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে এদিন শুক্রবার সকলে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হলেন স্থানীয়ও এলাকার মানুষজনেরা। ভারতের নাগরিক সমাজ ও সকল মুসলিম সমাজের মানুষ এদিন এই রেল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। জিআরপি আরপিএফ এর বাধা অতিক্রম করে এদিন রেল অবরোধ চালায় মানুষজন। শুক্রবার ৭. ৫০ থেকে ৮. ০২ পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকায় এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা জিআরপি এবং আরপিএফ। পরবর্তী সময়ে তাদের আশ্বাসে রেল অবরোধ সরিয়ে নেয় তারা।












Leave a Reply