
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- ২৬ এর বিধানসভা ভোটের আগে মানুষের সাথে জনসংযোগ দৃঢ় করতে উন্নয়নের পাঁচালি নিয়ে এবার পথে নামলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। শনিবার ১৭ ই জানুয়ারি কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের পাঁচালি সহযোগে পরিদর্শনে বেরোলেন পৌর প্রধান কমল অধিকারী। এদিন কাঁচরাপাড়া ১২ নং ওয়ার্ড পরিদর্শনএ এসে তিনি প্রথমে আগুরিপাড়া হনুমান মন্দিরে পূজো দেন, এরপর ওয়ার্ডের অলিগলি ঘুরে স্থানীয়দের সাথে কথা বলেন।












Leave a Reply