দীর্ঘদিন ধরে গৃহবধূকে অত্যাচার, প্রাণনাশের শ্বশুরবাড়ি না ছাড়লে।

0
344

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে গৃহবধূকে অত্যাচার করে চলছেন রায় কলোনির বাসিন্দা ধর্মেন্দ্রর কুমার ঠাকুর,বিরেন্দ্র কুমার ঠাকুর,সহ শ্বশুরবাড়ির লোকজন।গৃহবধূর অভিযোগ 2009 সালে তার বিয়ে হয় রায় কলোনির বাসিন্দা হরেন্দ্র কুমারের সঙ্গে কিছু দিন ভালো থাকলেও তারপর থেকেই অত্যাচার শুরু করে অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিন বাবার বাড়িতে থাকে তারপর তার স্বামী ফের শ্বশুর বাড়িতে নিয়ে আসে, সেই নিয়ে আসাই কাল। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন বক্তব্য তাকে তার শ্বশুর বাড়িতে থাকতে দেওয়া হবে না এবং তার দুইটা দেওর প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে তাকে গালিগালাজ এবং মারতে আসে ঘরের মধ্যে তার মেয়ের উপরে অত্যাচার করে। কিছুদিন আগে ক্লাবের লোক দিয়েও ভয় দেখানো হয় বাড়িছাড়া।সে গৃহবধূ হার্স নিউজ এর প্রতিনিধি ও।এই সমাজে যদি সাংবাদিক কেউ তার শ্বশুর বাড়ীতে দীর্ঘদিন ধরে অত্যাচারিত মারধোর গালিগালাজ সহ্য সহ রান্নাঘর ভেঙে দেওয়া হয় এবং রান্নাঘরে সমস্ত জিনিস বের করানো হয়। তার স্বামী দীর্ঘদিন ধরে একটা দোকান করিতো প্রায় কুড়ি বছর সেই দোকান বন্ধ করে দেয় দুই দেওর মিলে। সাধারন মেয়েদের এর কি পরিস্থিতি। থানায় ডায়েরি করা হয়েছে।
ওই গৃহবধূর বক্তব্য তাকে দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে থানায় ডায়েরি করা হয়েছে তার প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে সে বিচার পাবে।