সদর মহকুমা শাসকের নেতৃত্বে পিকনিক স্পট গুলোতে চলল মাস্কবিহীন দের বিরুদ্ধে অভিযান।

0
421

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সদর মহকুমা শাসকের নেতৃত্বে পিকনিক স্পট গুলোতে চলল মাস্কবিহীন দের বিরুদ্ধে অভিযান।রবিবার জলপাইগুড়ি তিস্তা স্পারের কয়েকটি জায়গায় আচমকাই অভিযান করে সদর মহকুমা শাসক।তিনি পিকনিক স্পট গুলোতে গিয়ে সাধারণ মানুষ দের সচেতন করেন যে এখন করোনার বার বারন্টি ।তাই সকলেই যাতে সরকারি করোনার নিদের্শ পালন করেন।পাশাপাশি যেকোন ধরনের মাইক ডিজে সাউন্ড সিস্টেম,বন্ধ রাখার নিদের্শ দেন সদর মহকুমা শাসক সুদীপ পাল।এই অভিযানে কোতয়ালী পুলিশ ,সিভিল ডিফেন্স রা উপস্থিত ছিলেন