বসন্ত উৎসব উদযাপিত হতে চলেছে দিনহাটার সাহেবগঞ্জে, প্রস্তুতি তুঙ্গে।

মনিরুল হক, কোচবিহারঃ ফাগুনের মাস, কেউ বা বলে পলাশের মাস। বাতাসে দখিনা হাওয়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। শীতের দাপটের পর বসন্তের আগমনে প্রকৃতি আবার নতুন সাজে সেজে উঠেছে। আগামী ১৮ মার্চ দোল পূর্ণিমা। সেই উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠতে চলেছে আপামর বাঙালি। আর সেইমতই আগামী ১৬ ই মার্চ দিনহাটা সাহেবগঞ্জ সংগীত বিদ্যালয়ের পরিচালনায়, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সাহেবগঞ্জ বিডিও অফিস মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। তারই চূড়ান্ত প্রস্তুতির চিত্র এদিন লক্ষ করা গেল।
বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, ১২ টি গ্রাম পঞ্চায়েত প্রধান, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় মণ্ডল, চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের সেবানন্দ মহারাজ, সাহেবগঞ্জ থানার ওসি এন্টনি হোরো সহ আরও অনেকে।
সাহেবগঞ্জ সংগীত বিদ্যালয়ের শিক্ষিকা তথা উদ্যোক্তা গীতা সরকার বলেন, “ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠান এর আয়োজন করেছি। সেখানে সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন বসন্ত উৎসবে মেতে উঠুন। জানা গেছে ওইদিন সকাল ১১ টায় র্যা লি হবে তারপর সারাদিন ব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান চলবে।”
দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি ধীরেন্দ্র বর্মণ জানান, “আগামী ১৬ তারিখ সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয় ও দিনহাটা ২নং ব্লক পঞ্চায়েতের উদ্যোগে এখানে বসন্ত উৎসব পালন করা হবে। সেখানে র্যা লি ও সঙ্গীত পরিচালনা করবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে আসা সংগীতশিল্পীরা। অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো এটাই আশা করছি। পারস্পরিক মেলবন্ধন যাতে অটুট থাকে সেটা আমাদের কাম্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *