ব্লক প্রশাসনের আর্থিক সহযোগিতায় কেশপুরের মুগবসানে তৈরি হচ্ছে কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজ।

0
287

কেশপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ, শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে ব্লক প্রশাসনের অর্থ দপ্তরের আর্থিক সহযোগিতায় গ্রামে অবস্থিত মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজ, শনিবার বেলা নাগাদ এমন চিত্র উঠে এলো, জানা গিয়েছে মাইনরিটি দপ্তর থেকে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭ লক্ষ ৯৬ হাজার ৩১৮ টাকা, এদিন সকালে ওই কাজ পরিদর্শন করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের সভাপতি তথা গ্রাম্য চিকিৎসক শেখ কমরুদ্দিন, পরিদর্শনের পাশাপাশি ধন্যবাদ জানান তিনি পাশাপাশি ধন্যবাদ জানান কবরস্থানের কমিটির সভাপতি ও সম্পাদক।